দ্য ওয়াল ব্যুরো: মারাঠি এবং হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক শচিন পিলগাঁওকর সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন বিখ্যাত ছবি ‘শোলে’-র শুটিংয়ের সময়ের কিছু অজানা তথ্য। ছবিটি মুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শচিন জানান, সেই সময় ভ্যানিটি ভ্যান না থাকলেও, শিল্পীদের জন্য বানানো হয়েছিল বিলাসবহুল মেক-আপ রুম।
তিনি জানান, ছবির শুটিংয়ের জন্য রামনাগরাম নামে যে গ্রামটি তৈরি করা হয়েছিল, তার কুঁড়েঘরগুলো বাইরে থেকে দেখতে মাটির ঘরের মতো হলেও, ভেতরে ছিল শীততাপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সব সুযোগ-সুবিধা।
#REL