দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৭টা ৩৪ মিনিটে শুরু করে ৯টা ১৭ মিনিট পর্যন্ত বক্তৃতা দেন। মোট ১ ঘণ্টা ৪৩ মিনিট অর্থাৎ ১০৩ মিনিট কথা বলেন, যা স্বাধীনতা দিবসে কোনও প্রধানমন্ত্রীর সবচেয়ে দীর্ঘ বক্তব্য।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৯৮ মিনিট বক্তব্য রেখেছিলেন, ২০১৫ সালে ৮৮ মিনিটের ভাষণে প্রথমবার দীর্ঘ বক্তৃতার রেকর্ড গড়েন। এবার সেই সব রেকর্ড ভেঙে দিলেন নিজেই। সঙ্গে ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ডও।