দ্য ওয়াল ব্যুরো: দুই অভিনেত্রীই টেলিপর্দার জনপ্রিয় মুখ। আরাত্রিকা মাইতি (Aratrika Maity) ও শ্রুতি দাস (Shruti Das)। আরাত্রিকা এখন ভীষণ চর্চায় সামাজিক মাধ্যমে। তাঁর মুখের সঙ্গে সুচিত্রা সেনের তুলনা করেন নেট নাগরিকরা।
অন্যদিকে শ্রুতি দাস বহুদিন ছোট পর্দার থেকে দূরে। বরং বড় পর্দায় কাজ করেছেন তিনি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত 'আমার বস' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন শ্রুতি। এবার বহুদিন পর আবার টেলিভিশনে ফিরছেন শ্রুতি দাস।