দ্য ওয়াল ব্যুরো: পুরনো শত্রুতার জেরে বাচ্চাদের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করলেন দুষ্কৃতীরা। ঘটনা মহারাষ্ট্রের সম্ভাজিনগরের। মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তিকে ফুট ব্রিজ থেকে এরপর ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনার সাক্ষী ওই ব্যক্তির ১৩ বছর ও মাত্র তিন বছরের ছেলে। পুলিশ জানাচ্ছে, সেদিন বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়েছিলেন সইদ ইমরান শফিক। রেলস্টেশনের কাছে যাওয়ার পথে আচমকা একটি গাড়ি এসে তাঁর অটো আটকায়। পাঁচ-ছ'জন দুষ্কৃতী জোর করে শফিককে অটো থেকে নামিয়ে মারধর শুরু করে।
#REL