দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো হোক বা জন্মদিনের কেক, এবার শহরে বসেই নির্দিষ্ট সময়ে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে খাবার। ভারতীয় ডাকবিভাগ চালু করতে চলেছে একেবারে নতুন পরিষেবা—‘মাইক্রো ডেলিভারি’।
জলপাইগুড়িতে উত্তরবঙ্গ ও সিকিমের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় জানান, শহর ও শহরতলিতে বুকিংয়ের কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল। তিনি বলেন, “শুধু পার্সেল বুকিং নয়, নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্বও ডাকবিভাগই নেবে। প্রসাদ বা মিষ্টি যাতে নষ্ট না হয় সেজন্যই এই উদ্যোগ।”
#REL