দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রত্যেক প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১ লক্ষ ৬০ হাজার পোস্ট অফিসের মাধ্যমে ৪০ কোটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দিতে সক্ষম ডাক বিভাগ (Postal Department)। অথচ দেশের বৃহত্তম এই ব্যাঙ্কিং পরিষেবা (Country's largest banking system) এখন তীব্র আর্থিক সঙ্কটের মুখোমুখি!
ডাক বিভাগের সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ডাক বিভাগের ক্ষতির পরিমাণ প্রায় ২৪,৫৫৩ কোটি টাকা। নরেন্দ্র মোদীর শাসনামলে এই ক্ষতির হিসাব যোগ করলে তা ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছবে বলে মত দফতরের কর্তাদের।
#REL