দ্য ওয়াল ব্যুরো : জি বাংলায় আসতে চলেছে নতুন দুটি সিরিয়াল যার জন্য শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে বেশ কয়েক বছর ধরে চলা জনপ্রিয় সিরিয়াল 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)।
শ্যামলীর চরিত্রে শ্বেতা ভট্টাচার্যর অভিনয় শুরুর থেকে দর্শকদের মন জয় করে নিয়েছিল। তাঁর বিপরীতে হিরো আছেন অভিনেতা রণজয় বিষ্ণু। তবে ইদানিং কালে এই সিরিয়ালের থেকে টিআরপি সেভাবে আসছে না। দর্শকদের মধ্যেও শ্যামলী আর অনিকেতের রসায়ন দেখার উৎসাহ কমে এসছে।