দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কি হবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR)? রবিবার এ নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। তাঁর স্পষ্ট বক্তব্য, বাংলায় বা অন্য কোনও রাজ্যে এসআইআর হবে কি না, কবে হবে সেটা তিন কমিশনার মিলে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন।
রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কুমার বলেন, “আমরা তিন কমিশনার একসঙ্গে বসে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব, বাংলায় বা অন্য রাজ্যে কবে এসআইআর হবে। সময়মতো সেই ঘোষণা করা হবে।”