দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে 'কেল্লাফতে' ছবি দিয়ে এই হিরোর টলিউডে পা রাখা। অভিনয়ের থেকেও নাচের স্টেপে বেশি মন জয় করে নেন এই নবাগত হিরো। আজ তিনি টলিউডের প্রতিষ্ঠিত নায়ক অঙ্কুশ হাজরা।
তবে এবার অ্যাকশন নয় ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। সেই উত্তমকুমারের শেষ ছবি 'ওগো বধূ সুন্দরী' তে ছিল কিশোর কুমারের বিখ্যাত গান 'নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা'। সেই গানের লাইন থেকেই অঙ্কুশের এই ছবির নাম ভাবা হয়েছে।