দ্য ওয়াল ব্যুরো: জন্মাষ্টমীর (Janmasthami 2025) আনন্দমুখর পরিবেশ কাটতে না কাটতেই সামনে আসছে এক গুরুতর আশঙ্কার খবর। জ্যোতিষশাস্ত্রের (Astrology) মতে, জন্মাষ্টমীর ঠিক পরদিনই তিনটি রাশির জাতক-জাতিকার জীবনে দেখা দিতে পারে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা। জ্যোতিষীরা সতর্ক করেছেন—এই সময়ে অপ্রত্যাশিত অর্থব্যয় কিংবা বিনিয়োগে লোকসানের মুখে পড়তে পারেন এই তিন রাশির (Rashifall) মানুষ। গ্রহ-নক্ষত্রের অবস্থানগত পরিবর্তন এবং তিথির প্রভাবে এই পূর্বাভাস উঠে এসেছে। তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি।
জন্মাষ্টমীর তাৎপর্য