দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন সকালে বহু মানুষ রাশিফল ( Rashifall) দেখে দিন শুরু করেন। জানতে চান, আজ দিনটা কেমন যাবে, কাজকর্মে সাফল্য মিলবে কি না, প্রেম বা সম্পর্ক কেমন থাকবে। কিন্তু এই দৈনিক পূর্বাভাস আসলে কোথা থেকে আসে? সত্যিই কি গ্রহ-নক্ষত্রের অবস্থান এর পেছনে কাজ করে, নাকি এটি নিছকই এক প্রাচীন বিশ্বাস? জ্যোতিষশাস্ত্রের (Astrology) এই গভীর রহস্যই আজকের আলোচনার বিষয়।
দৈনিক রাশিফল: একটি চিরচেনা অভ্যাস