দ্য ওয়াল ব্যুরো: নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের নিয়ন্ত্রাধীন কল্যাণী এইমসকে (Kalyani AIIMS) কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
অভিযোগ, মেন্টাল হেলথের (Mental Health,) নামে পরোক্ষে এনআরসির সার্ভে (NRC survey) চালাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা। রাজ্য সরকারের কোনও অনুমতি ছাড়াই এমন কাজ চলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জনসাধারণকে সতর্ক করে তিনি বলেন, “আপনাদের বাড়িতে যদি কেউ সার্ভে করতে আসে, আগে প্রশাসনের কাছে জেনে নিন। রাজ্য সরকার করলে আগেই জানিয়ে দেবে।”
#REL