শুভদীপ বন্দ্যোপাধ্যায়
মঞ্চ থেকে চলচ্চিত্রের নট রূপে লেজেন্ড হলেন উৎপল দত্ত। বিশেষ করে বাংলার নাট্যমঞ্চকে তিনি আন্তর্জাতিক স্থানে পৌঁছে দেন। বিনোদন জগতে বিদেশি সংস্কৃতির হাওয়া এনেছিলেন তিনি। ১৯ অগস্ট ১৯৯২ সালে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেতা। তবে ১৯৮০ সালে উত্তমকুমারের প্রয়াণের পর মহানায়কের ছেড়ে যাওয়া একটি উল্লেখযোগ্য চরিত্রে কাজ করেছিলেন উৎপল দত্ত। আর তাঁর সঙ্গে ছিলেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। ভাবলে চমক লাগে যে উত্তম-মুনমুনকে ভেবেই এই ছবির কাহিনি ভেবেছিলেন পরিচালক পার্থপ্রতিম চৌধুরী।