দ্য ওয়াল ব্যুরো: একসময় ইংলিশ ফুটবলে ‘লং বল’ ছিল ছোট ক্লাবের অন্ধের যষ্টি। প্রিমিয়ার লিগের নিচের সারির দলগুলো বড় কিক হাঁকাত। যত দ্রুত সম্ভব প্রতিপক্ষের অর্ধে ঢোকার এটাই ছিল সহজ ও একমাত্র রাস্তা!
সময়ের সঙ্গে সেই স্ট্র্যাটেজি পিছু হটে। তারপর চলে যায় জাদুঘরে। আধুনিক ফুটবল হয়ে ওঠে বল দখল আর ছোট ছোট পাসে খেলার লড়াই। গোয়ার্দিওলার বার্সেলোনা সেই সংস্কৃতিকে নতুন যুগের ধর্ম বানিয়ে ফেলে। দেখাদেখি ছোটবড় অনেক ক্লাব কেউ বুদ্ধিদীপ্ত অনুসরণ, কেউ অক্ষম অনুকরণ করা শুরু করে।