দ্য ওয়াল ব্যুরো: আজকাল কর্নার ফ্ল্যাগে বল রাখলেই এমিরেটস ময়দান গর্জে ওঠে। দীর্ঘদেহী, ডাকাবুকো ডিফেন্ডারের দল সামনে এগিয়ে আসেন। প্রতিপক্ষ রক্ষণে তখন ত্রাহি মধুসূদন অবস্থা! কে কাকে মার্ক করবে—বুঝতে না বুঝতেই বোমারু হেডারে বল জড়িয়ে যায় জালে।
চেনা ছক, পরিচিত ফর্মুলা। অথচ গত দু’মরশুম ধরে এই ছবি, এই রণকৌশলই বাকিদের আতঙ্কে রেখেছে। কর্নার মানেই বুঝি অবধারিত গোল! অন্য দল যেখান থেকে টুকটাক সাফল্য পায়, তাকেই গানার্সরা গানপাউডার বানিয়ে ফেলেছে। প্রশ্ন একটাই: কী করে?