দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অভিনেতা হিসেবে আমির খান (Aamir Khan) 'মিস্টার পারফেকশনিস্ট' হিসেবে পরিচিত। তাঁর অভিনয় দর্শকমহলে বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছে। তবে পর্দায় রোম্যান্সের রাজা বলতে একজনকেই বোঝায়, তিনি শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ধরেই আমির খানকে প্রশ্ন করা হয়, শাহরুখ পর্দায় রোম্যান্স কিং, কিন্তু বাস্তবে আমির খান কি রোম্যান্স কিং?
এই প্রশ্ন শুনে একগাল হেসে আমির খান পাল্টা প্রশ্ন করেন, "আমাকে একটা মানুষ দেখান তো যে রোম্যান্টিক নয়? এই দুনিয়াতে সবাই রোম্যান্টিক। সেভাবেই আমিও ভীষণরকম রোম্যান্টিক।"
#REL