দ্য ওয়াল ব্যুরো: শনিবার আহমেদাবাদের কঙ্করিয়া লেকের EKA এরিনা-য় অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই বছর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান, সঙ্গে ছিলেন করণ জোহর এবং মণীশ পল। শাহরুখ খান, কৃতি স্যানন, কাজলের মতো তারকারা মঞ্চে পারফর্ম করেন।
এবারের আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিরণ রাও পরিচালিত ছবি 'লাপাতা লেডিস'। ছবিটি সেরা চলচ্চিত্র (Best Film)-এর পুরস্কারসহ মোট ১৩টি ট্রফি জিতে 'গালি বয়'-এর একটি ছবিতে সবচেয়ে বেশি পুরস্কার জেতার রেকর্ড স্পর্শ করেছে।
#REL