দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ডাক ছিল ধর্নার। জায়গা, ধর্মতলা (Dharmatala)। নেতৃত্বে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (MLA Nausad Siddiqui)। তবে বুধবার দুপুরে সেই প্রতিবাদ সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয়।
অভিযোগ উঠেছে, পুলিশি (Police) হস্তক্ষেপের সময় বিধায়ক নওসাদকে ঘুষি মারেন এক পুলিশকর্মী। মূহুর্তে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।