দ্য ওয়াল ব্যুরো: বিরাটির এক শান্ত গলিতে দাঁড়িয়ে আছে দীপক ও সাধনা দে-র দু’তলা বাড়ি। বাড়ির নিচতলায় সাজানো এক ঘর- সারি সারি বইয়ের তাক, মাঝখানে ছোট্ট টেবিল আর কয়েকটা চেয়ার। দেওয়ালে এক তরুণের হাসিমাখা মুখ- সুমন্ত দে। যে মুখ একদিন ভরিয়ে রেখেছিল তাঁদের জীবন, আজ সেই মুখই তাঁদের প্রেরণার প্রতীক।
#REL