দিশা দাস
কলকাতা: প্রতিদিন আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো ছোট্ট এক পতঙ্গ—মশা। অথচ সেই ছোট্ট মশার কামড়েই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভুগছেন; ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়া (Malaria), চিকুনগুনিয়া (Chikungunya) বা জিকা (Zika virus), ইত্য়াদির মতো প্রাণঘাতী রোগে।
ওয়ার্ল্ড মস্কিটো ডে (World Mosquito Day) উপলক্ষে ফোর্টিস (Fortis) হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরামর্শদাতা ডা. জয়দীপ ঘোষ (Dr. Jaydeep Ghosh) জানালেন, বর্তমানে ডেঙ্গির সংক্রমণ ভয়াবহ হারে বাড়ছে, এবং সাধারণ মানুষের উচিত এখনই সতর্ক হওয়া।