দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক গণকবর মামলা নিয়ে নানারকম তথ্য উঠে এসেছে। সম্প্রতি তাতে নাম জড়িয়েছে ধর্মস্থল মন্দিরেরও। অভিযোগ, ওই ঘটনায় মন্দিরের নির্দেশ মেনেই দেহ মাটিচাপা দেওয়া হয়েছে। কিন্তু এর বিতর্কের মধ্যেই নানা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন ধর্মস্থল মন্দিরের ধর্মীয় প্রধান বীরেন্দ্র হেগড়ে।
সৌজন্যা মামলা ঘিরে ওঠা অভিযোগ ও গত দুই দশক ধরে একাধিক খুন, ধর্ষণ ও গণকবর দেওয়ার অভিযোগকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে খারিজ করেছেন মন্দিরের ধর্মীয় প্রধান। তিনি জানিয়েছেন, এই অভিযোগের সত্যতা যাচাই করতে কর্নাটক সরকার যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, সেটিকে তিনি স্বাগত জানাচ্ছেন।