দ্য ওয়াল ব্যুরো: আপনার জন্মতারিখ (Birth Date) কোনও সাধারণ সংখ্যা নয়, এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের গোপন রহস্য। প্রাচীন সংখ্যাতত্ত্ব বলছে, জন্মতারিখের প্রতিটি অংকই আপনার ব্যক্তিত্ব, ভাগ্য আর ভবিষ্যতের দিশা বহন করে (Numerology)। আজও এই পুরনো বিদ্যা নতুন প্রজন্মের কাছে সমান আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ খুব সহজ কিছু যোগ-বিয়োগের মাধ্যমে বের করা যায় আপনার ‘জীবনপথ সংখ্যা’, যা আপনার চরিত্র, সম্ভাবনা আর চ্যালেঞ্জ সম্পর্কে ইঙ্গিত দেয়।
সংখ্যাতত্ত্ব কী?