দ্য ওয়াল ব্যুরো: আলোড়ন জলপাইগুড়িতে (Jalpaiguri)। না, কোনও রাজনৈতিক উত্তাপ নয়। বরং এক বস্তু নিয়ে কৌতূহল বা বলা চলে আতঙ্ক! কারণ সেখানে পাওয়া গেছে ডাইনোসরের ডিম (Dinosaur Egg)! এ যেন ঠিক বাস্তবের জুরাসিক পার্ক (Jurassic Park)।
এই খবর ছড়িয়ে পড়তেই শহরবাসীর ভিড় জমছে স্থানীয় মিউজিয়ামে। বিজ্ঞানীদের দাবি, এই ডিমটি প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ বছর আগেকার ‘টাইটানোসরাস’ প্রজাতির ডাইনোসরের (Dinosaur)।
ডিমটি রাখা হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের নয়াবস্তির মিউজিয়ামে। প্রতি রবিবার সন্ধেয় সেখানে ঢল নামে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকদের।
#REL