দ্য ওয়াল ব্যুরো: ‘ধরো যদি হঠাৎ সন্ধে, তোমার দেখা আমার সঙ্গে…’
দুই প্রাক্তন যদি একদিন মুখোমুখি হয়, কী কথা থাকে তাদের মধ্যে?
তবে যে প্রসঙ্গ নিয়ে উঠে এল এই দেখা হওয়ার কথা, সেটা কিন্তু নিছকই হঠাৎ দেখা নয়। বিনোদনের প্রাসঙ্গিকতা থাকলেও, বাস্তব যখন পেশাদারিত্ব - তাহলে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হতে পারে? তা-ই কিছুটা অনুমান করার চেষ্টা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।