দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা ভোটের এখনও ৮ মাস বাকি। তার আগে গত চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Kolkata)। এবং এখন থেকেই একটা বিকল্প উন্নয়নের মডেল দেখাতে শুরু করে দিলেন তিনি।
প্রধানমন্ত্রী যে তাঁর বক্তৃতায় সরসারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনবেন না তা দ্য ওয়ালে এদিন সকালেই লেখা হয়েছিল। সেটাই হয়েছে। তবে তৃণমূল সরকারের বিরুদ্ধে চড়া স্বরে আক্রমণকে ছাড়েননি প্রধানমন্ত্রী। বাংলার ‘ভদ্রলোকদের’ উদ্দেশে তাঁর স্পষ্ট আহ্বান— তৃণমূলকে বিদায় দিন। ওরা থাকলে বাংলার ভাল হবে না।