দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গুনায় বোনকে উত্যক্ত করার অপরাধে এক যুবককে খুন করলেন আরেক যুবক। যে ছুরি দিয়ে তাঁর বোন জন্মদিনের কেক কেটেছিলেন, সেই ছুরি দিয়েই খুন করেন।
অভিযুক্ত যুবকের নাম অভিষেক টিঙ্গা। অভিযোগ, গুনার অনিল নামে এক যুবক অভিষেকের বোনকে ঘন ঘন ফোন করছিলেন। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং সোনা-রুপোর গয়না দেওয়ার লোভ দেখিয়েছিলেন। মেয়েটি বিরক্ত হয়ে বিষয়টি দাদাকে জানান। তখনই অভিষেকের মনে জন্মায় প্রতিশোধের আগুন।
#REL