দ্য ওয়ালে ব্যুরো: সেপ্টেম্বর মাসে আকাশজুড়ে ঘটতে চলেছে মহাজাগতিক এক বিরল দৃশ্য (September Horoscope)। চারটি প্রধান গ্রহ—সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গল, একযোগে তাদের অবস্থান পরিবর্তন করবে (Planetary Transit 2025)। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, এই পরিবর্তন কেবল প্রতীকী নয়, বরং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষত তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এটি হয়ে উঠতে পারে এক ‘টার্নিং পয়েন্ট’।
সূর্যের গতি