দ্য ওয়াল ব্যুরো: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে স্ত্রী মনসার, এই সন্দেহ আগেই ছিল বেঙ্গালুরুর শঙ্করের। সেই আশঙ্কাই সত্যি হল। নিজের বাড়িতেই মনসাকে তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন যুবক। এরপরই তুমুল ঝামেলা শুরু হয়। রাগে স্ত্রীকে খুন করে ধারাল অস্ত্র দিয়ে ধর থেকে মুন্ডু কেটে আলাদা করে দেন। এরপর সেই কাঁটা মুণ্ডু নিয়েই থানায় আত্মসমর্পণ করেন শঙ্কর।