দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের কোম্পানি Neuralink যে মানুষের জীবন পাল্টে দিতে চলেছে, তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। এবার তার প্রমাণ এল প্রকাশ্যে। নিউরালিঙ্কের প্রথম রোগী নোল্যান্ড আরবঘ (Noland Arbaugh) জানিয়েছেন, কীভাবে তাঁর ব্রেনে প্রতিস্থাপিত এই চিপ তাঁর জীবন বদলে দিয়েছে।
১৮ মাস আগে হওয়া সফল অপারেশনের পর এখন তিনি গেম (Mario Kart) খেলতে, টেলিভিশন নিয়ন্ত্রণ করতে, এমনকী এয়ার পিউরিফায়ার চালু-বন্ধ করতে পারেন – কোনও শরীরের কোনও অঙ্গ না নড়িয়েই।
#REL