দ্য ওয়াল ব্যুরো: Xiaomi India আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এল REDMI 15C 5G। ১৭.৫৩ সেন্টিমিটারের বড় ডিসপ্লে এবং বিরাট ব্যাটারি ব্যাকআপ-সহ দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে এই ফোন। কাজ এবং বিনোদন, দু’দিকেই সাবলীলভাবে সামলানো যাবে।
লঞ্চ ইভেন্টে রেডমি মার্কেটিং-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর রিতিজ খান্না জানান, আধুনিক প্রযুক্তিকে আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। Redmi 15C সেই প্রতিশ্রুতিরই অংশ। আধুনিক ডিজাইন এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফিচার-সব কিছুই সুলভ মূল্যে দেওয়া হবে।
#REL