দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ হাজার টাকায় স্মার্ট ফোন তাও আবার মোটোরোলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দীপাবলির আগে মোটোরোলার ফোন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায়। যাতে ৭,০০০mAh পর্যন্ত ব্যাটারির সুবিধা পেয়ে যাবেন।
মোটোরোলা সম্প্রতি বাজারে এনেছে Moto G06 Power, দাম ৭,১৯৯ টাকা থেকে শুরু। এই ফোনই দীপাবলির ছাড়ে পেয়ে যেতে পারেন ৫ হাজার টাকায়।
#REL
কীভাবে?