দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর ১৪, ২০২৫ থেকে আর উইন্ডোজ ১০-এ কোনও সিকিওরিটি আপডেট, টেকনিক্যাল ফিক্স বা নতুন ফিচার দেবে না মাইক্রোসফট। অর্থাৎ, পৃথিবীজুড়ে যাঁরা এখনও উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাঁদের জন্য এটা কার্যত সতর্কবার্তা।
২০১৫ সালে চালু হওয়া উইন্ডোজ ১০ এখন এসে পৌঁছেছে তার লাইফসাইকেলের শেষ ধাপে। মাইক্রোসফট ব্যবহারকারীদের জানানো হয়েছে, তাঁরা যেন দ্রুত উইন্ডোজ ১১-তে আপগ্রেড করেন। সংস্থাটি এক বছরের জন্য অতিরিক্ত সাপোর্ট দেবে ঠিকই, তবে সেই পরিষেবা পেতে খরচ করতে হবে ব্যবহারকারীদের।
#REL
কম্পিউটার কি বন্ধ হয়ে যাবে?