দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের ক্রেভেন কটেজে মঙ্গলবার রাতে যা হল, সেটা প্রিমিয়ার লিগের (Premier League) কোনও সাধারণ ম্যাচ নয়—রুদ্ধশ্বাস রোলারকোস্টার! নয় গোল, দুরন্ত ছন্দ, মুহুর্মুহু আক্রমণ–প্রতি আক্রমণ। যা শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ম্যানচেস্টার সিটি (Manchester City)। স্কোরলাইন—৫–৪।
আলোচনার কেন্দ্রবিন্দু, অবশ্যই আর্লিং হালান্ড (Erling Haaland)। ১১১টি লিগ ম্যাচে ১০০ গোল—প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুত ‘সেঞ্চুরিয়নে’র মালিক এখন তিনিই। আগের রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের (Alan Shearer)—১২৪ ম্যাচ।