দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির পথ আলাদা হয়েছে আগেই। সংসারও ভেঙেছে তাঁদের। তবু জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনেই হাজির হলেন প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। মন ভাল নেই তাঁর। জয়ের অসুস্থতার খবর আগেই পৌঁছেছিল তাঁর কাছে। হাজিরও হয়েছিলেন হাসপাতালে। শেষ দিনেও সঙ্গী হলেন তাঁর। ছলছল চোখ ঢাকতেই কি বেছে নিলেন সানগ্লাস?
ভালবেসে বিয়ে করেছিলেন অনন্যা-জয়। মিস ক্যালকাটার মঞ্চে জয়ের কার্ড চেয়েছিলেন অনন্যা। আর জয় বিচারকের আসনে বসেও মুগ্ধ হয়েছিলেন তাঁর রূপে-গুণে। ভালই চলছিল সবকিছু। কিন্তু দশ বছর যেতে না যেতেই সংসার টালমাটাল। এক সময় তা ভেঙে যায়।