দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় পণ্যের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক (Tariffs)। তার দু'দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, যতই চাপ আসুক ভারত মাথানত করবে না। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আশ্বাস, আমার উপর ভরসা রাখুন। চাপ মোলাবিলা করেই আমরা এগিয়ে যাব।
সোমবার রাতে গুজরাতের (Gujarat) আমদাবাদ শহরে প্রধানমন্ত্রী রোড শো করেন। তার আগে সরকারি অনুষ্ঠানে ৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।