দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির আশঙ্কায় ফের স্থগিত হল বৈষ্ণোদেবী যাত্রা। বুধবার সকালে ২২ দিন পর শুরু হলেও বিকেলের মধ্যে যাত্রা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীরাম বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড (SMVDSB)।
এদিন সকালেই দুই ট্র্যাক থেকে শুরু হয় যাত্রা। প্রায় আড়াই হাজার ভক্ত এক বেলার মধ্যে বৈষ্ণোদেবী দর্শনে যোগ দেন। অনেকেই মন্দিরে প্রণাম সেরে নেন। তবে বিকেল গড়াতে ফের আকাশের মুখ ভার হতে শুরু করে। অন্ধকারে ঢেকে যায় ত্রিকূট পাহাড়। আবহাওয়া দফতর প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করে। বিকেল সাড়ে ৫টা নাগাদ লাউডস্পিকারে ঘোষণা করে বোর্ড, যাত্রা আপাতত বন্ধ।
#REL