দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাটরার কাছে বৈষ্ণো দেবীর তীর্থযাত্রাপথে ভয়াবহ ভূমিধসে (Vaishno Devi Landslide) মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি। প্রবল বর্ষণের পর ত্রিকূট পর্বতের (Trikut Mountain) অঞ্চলে এই বিপর্যয় ঘটে।
কাটরা থেকে মন্দিরমুখী ১২ কিলোমিটারের পথে মাঝপথে একটি দোকানের কাছে ধস (Landslide) নামে। কয়েক মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢাল থেকে নেমে আসে পাথর, কাদামাটি ও বোল্ডার। আচমকা জলস্রোতে বহু ভক্ত ভেসে যান। রিয়াসি জেলায় প্রবল বৃষ্টিতে নদী-খাল ফুলে ওঠায় পাহাড়ি জমি দুর্বল হয়ে গেছিল বলে জানানো হয়েছে।
#REL