দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন প্রজিত রায়। সেই হারানো দিনের পর থেকেই জীবনের প্রতিটি দিন যেন হয়ে উঠেছিল এক একটি যুদ্ধ। সংসার চালাতে মা-ই ছিলেন একমাত্র ভরসা। কিন্তু সমাজ? সমাজের চোখে তাঁরা ছিল শুধুই ‘অসহায়’। বিদ্রূপ, উপহাস, অপমান সবকিছুরই স্বাদ তাঁকে তখনই পেতে হয়েছিল।
তবু সেই আঘাতকে তিনি শক্তিতে বদলে ফেলেছিলেন। যেখান থেকে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, সেখান থেকেই তিনি শুরু করেছিলেন তাঁর ‘অদেখা যাত্রা’।