দ্য ওয়াল ব্যুরো: ডিম কারি রান্না করতে রাজি না হওয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর এক ৪০ বছর বয়সী ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ছত্তিশগড়ের ধামতরি জেলার সিহাওয়া থানা এলাকার শঙ্করা গ্রামে ঘটেছে। পুলিশ মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মৃত ব্যক্তি টিকুরাম সেন বাড়িতে ডিম নিয়ে আসেন এবং তার স্ত্রীকে ডিমের কারি রান্না করতে বলেন। স্ত্রী তা করতে অস্বীকার করেন। তিনি বলেন যে সেদিন 'কারু ভাত' উৎসব ছিল এবং পরের দিন তিনি নির্জলা উপবাস করবেন।
#REL