দ্য ওয়াল ব্যুরো: সেন্সরের একাধিক কাঁচির পর অবশেষে মুক্তির ছাড়পত্র পেল নীরজ ঘাইওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। ধর্মা প্রযোজনা সংস্থার এই ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর। আজ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। শুধু তাই নয়, ইতিমধ্যেই ছবিটি এ বছরের ভারতের সরকারি অস্কার এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছে।
সেন্সর বোর্ডের পরীক্ষক কমিটি (ইসি) ছবির একাধিক দৃশ্য নিয়ে আপত্তি তোলে। পরে রিভাইজিং কমিটি (আরসি) ছবিটিকে ছাড়পত্র দেয়। তবে তার আগে মোট ১১টি সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। শেষমেশ ১২ সেপ্টেম্বর ছবিটিকে ইউ/এ ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়।