দ্য ওয়াল ব্যুরো: চারদিকে শুধুই অরণ্য। অন্ধকার ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক মন্দির—সিমলাগড় দক্ষিণা কালী। লোককথায় শোনা যায়, ডাকাতরা লুঠের আগে এসেই মায়ের পায়ে মাথা ঠেকাত। কালীপাদপ্রণাম সেরে তারপর বেরোত রক্তঝরা অভিযানে। অনেকে আবার বলেন, এককালে নরবলি পর্যন্ত হত এই মন্দিরে। ভয়ঙ্কর অথচ অলৌকিক সব ইতিহাসে জড়িয়ে আছে এই মাটি। বলা হয়, প্রবল প্রতাপশালী রঘু ডাকাতও এখানে সাধনা করেছিলেন। তাই তো আজও সিমলাগড়ের নাম উচ্চারিত হয় রহস্য, ভক্তি আর রক্তাক্ত কিংবদন্তির সঙ্গে।
#REL