দ্য ওয়াল ব্যুরো: ভাদ্র মাস এলেই বহু জায়গায় বাড়ির মালিকরা নতুন ভাড়াটে নিতে চান না। আবার ভাড়াটে পক্ষে থাকলেও এই সময় ঘর ছেড়ে নতুন ভাড়া নেওয়া এড়িয়ে চলেন অনেকে। কেন এমনটা হয়? উত্তর লুকিয়ে আছে বিশ্বাস, পৌরাণিক কাহিনি আর প্রাচীন আবহাওয়ার প্রেক্ষাপটে।
প্রথমেই আসা যাক প্রধান কারণের কথায়। দীর্ঘদিন ধরেই ভাদ্র মাসকে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে যেকোনও ধরনের শুভ কাজ বা চুক্তি এড়িয়ে চলা উচিত, এমনই প্রচলিত ধারণা রয়েছে। ফলে বিয়ে থেকে গৃহপ্রবেশ, এমনকি ঘর ভাড়া দেওয়া বা নেওয়াও এই সময়ে বন্ধ থাকে।
#REL