দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বেহালা, মহেশতলার জনবহুল বিস্তীর্ণ এলাকায় বিশেষ পরিচিত যোত শিবরামপুর মিলন তীর্থ ক্লাব। সেই ক্লাবের জগদ্ধাত্রী পুজো ওই বিশৃং এলাকায় অত্যন্ত জনপ্রিয়। বুধবার সেখানে মহা ধূমধাম করে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়।
এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো। মাটির প্রতিমার সামনে এলাকার এক নাবালিকাকে পুজো করা হয়। এবার এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ২০ তম বর্ষ।
#REL