গার্গী দাস
পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। এই মাহেন্দ্রক্ষণে বাঙালির ঘুম ভাঙে এক বিশেষ সুরে। ভোর চারটের অ্যালার্মে চোখ খোলে, কম-বেশি সকলেই হাত বাড়ায় পুরনো রেডিওর দিকে। এখনও, আজকের দিনে দাঁড়িয়েও বাঙালি অদ্ভুতভাবে পুরনো দিনে ফিরে যায়, কারণ মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’।