দ্য ওয়াল ব্যুরো: এ বছর রাধাষ্টমী (Radhashtami 2025) পালিত হবে ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ৩১ আগস্ট ২০২৫, রবিবার। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই এই পূণ্যদিন উদযাপিত হয়। জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর রাধাষ্টমী আসে। শ্রীকৃষ্ণের জন্ম যেমন ভক্তদের কাছে আনন্দঘন দিন, তেমনি শ্রীরাধার আবির্ভাবতিথিও ভক্তদের হৃদয়ে অপরিসীম আনন্দ ও ভক্তির সঞ্চার করে।
রাধাষ্টমীর তাৎপর্য