দ্য ওয়াল ব্যুরো: ভারতের পণ্যের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আরোপিত ৫০ শতাংশ শুল্ক (50% Tariffs On India) বেআইনি, এই মর্মে মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস-এ প্রস্তাব পেশ হল (3 US Lawmakers)।
শুক্রবার উত্থাপিত ওই প্রস্তাবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই চড়া শুল্ক শুধু ভারতের নয়, আখেরে আমেরিকারই ক্ষতি করছে। ফলে অবিলম্বে তা বাতিল করা প্রয়োজন।
#REL