দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) সংশোধন, পুনর্বিবেচনা ও তদারকি নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর (CEO Office)। স্পষ্ট জানানো হয়েছে, ইআরও (ERO) এবং সহকারী ইআরও (AERO) নিজের দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে দিতে পারবেন না। তাঁদের ইআরওনেট লগ-ইন আইডি বা ওটিপি কোনও অবস্থাতেই ডেটা এন্ট্রি অপারেটর বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে ভাগ করা যাবে না।
২৭ অগস্ট প্রকাশিত ওই নির্দেশে বলা হয়েছে, ফিল্ড লেভেলের তদন্তের কাজ ব্লক লেভেল অফিসারদের (BLO) ওপর চাপিয়ে দেওয়া যাবে না। দায়িত্বে থাকা ইআরও এবং এইআরও-দেরই তা পালন করতে হবে।
#REL