দ্য ওয়াল ব্যুরো: বুধবার কুপার্টিনোতে নতুন মডেল লঞ্চ করল অ্যাপেল। বাজারে এল বহুল প্রতীক্ষিত iPhone Air। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা ও হালকা আইফোন। টাইটেনিয়ামে মোড়া এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা (২৫৬ জিবি মডেল)।
অ্যাপেলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'আমরা এমন একটি আইফোন তৈরি করতে চেয়েছিলাম যা হাতে ধরলেই ভবিষ্যতের অংশ বলে মনে হবে। এটা একধরনের প্যারাডক্স, বিশ্বাস করতে হলে হাতে ধরে দেখতে হবে।'
#REL
iPhone Air-এর বৈশিষ্ট্য