দ্য ওয়াল ব্যুরো: অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ iPhone 17 বাজারে আনল। সংস্থার দাবি, এই ফোন আগের চেয়ে আরও শক্তিশালী, টেকসই এবং স্মার্ট।
iPhone 17-তে ব্যবহার করা হয়েছে নতুন Ceramic Shield 2, যা আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ-প্রতিরোধী। ফোনের উপর বিশেষ অ্যাপল-ডিজাইন কোটিং এবং সেভেন-লেয়ার অ্যান্টি-রিফ্লেকটিভ ফিনিশ থাকায় সূর্যের আলোতেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে।