দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশন (Winter Session) শুরুর ঠিক এক দিন আগে রবিবার সংসদ ভবনে ডাকা হয়েছিল সর্বদল বৈঠক (All Party Meeting)। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ঘিরে রাজনৈতিক লড়াইয়ের আঁচ মিলল বৈঠক থেকেই। নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি জানাল বিরোধী শিবির। আর সরকার জানাল তাদের আইনপ্রণয়নের অগ্রাধিকারের কথা।
বৈঠকে বিরোধী দলগুলি বিশেষ গুরুত্ব দিয়েছে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR), দিল্লি বিস্ফোরণ (Delhi Blast), বিদেশনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলিকে। সরকার পক্ষ জানায়, সংক্ষিপ্ত অধিবেশনেও তারা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পেশ করতে চায়।