দ্য ওয়াল ব্যুরো: নায়ককে আমরা চিনেছিলাম 'মেয়েবেলা' সিরিয়াল থেকে। যদিও তাঁর শুরু মঞ্চ নাটক থেকে। এখনও তিনি নাটকেই নিবেদিত প্রাণ। সেই অভিনেতার নাম অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। বহুদিন অর্পণকে ছোট পর্দায় দেখা যায়নি। এবার তিনি ফিরছেন ওটিটিতে। ধারাবাহিক নয় ওয়েব সিরিজে ফিরছেন অভিনেতা। আর তাঁর সঙ্গে নায়িকা এবার দেবলীনা কুমার (Deblina Kumar)। প্রথমবারের জন্য দেখা যাবে এই জুটিকে।

#REL